চট্টগ্রামে মোবাইল মেকানিক আকাশ ঘোষ হত্যা: র‌্যাবের অভিযানে খুনি সানি সহ ৩ জন গ্রেফতার

১৩

চট্টগ্রামের চাঞ্চল্যকর মোবাইল মেকানিক আকাশ ঘোষ হত্যা মামলায় প্রধান আসামি মো. সানি, তার ভাই মো. ইউসুফ এবং সহযোগী শাকিল আলম ফয়সালসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। চন্দনাইশ ও নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে  র‌্যাব-৭ এর চান্দগাঁও কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের কোম্পানি কমান্ডার সিপিসি-৩ বহদ্দারহাট লেঃ কমান্ডার মোঃ তাওহিদুল ইসলাম  এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নগরের এনায়েত বাজার কসাই পাড়ায় মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তনের বকেয়া ৮০০ টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে মোবাইল মেকানিক আকাশ ঘোষকে ছুরি দিয়ে নির্মমভাবে হত্যা করে সানি ও তার সহযোগীরা। ঘটনাটি পার্শ্ববর্তী এক ব্যক্তির মোবাইলে ধারণ হয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
র‌্যাব জানায়, এক মাস আগে আকাশ ঘোষের দোকান থেকে ১,৫০০ টাকা চুক্তিতে মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করে সানি। তিনি ৭০০ টাকা পরিশোধ করলেও বাকি টাকার জন্য আকাশ চাপ দিতে থাকেন। এরই জেরে পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.