হাটহাজারীতে ব্যারিস্টার মীর হেলালের সমর্থনে সাবেক ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাতের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ

চট্টগ্রাম প্রতিনিধি │
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সমর্থনে ব্যাপক গণসংযোগ করেছেন চট্টগ্রাম হাটহাজারীর কুয়াইশ-বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. ইয়াসিন আরাফাত সহ ছাত্রদলের নেতৃবৃন্দ ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বার )১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে সাবেক ছাত্রনেতা মো. ইয়াসিন আরাফাত বলেন,

“হাটহাজারীর মাটি ও মানুষের সঙ্গে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও তাঁর পরিবারের নিবিড় সম্পর্ক রয়েছে। তাঁর শ্রদ্ধেয় পিতা, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন হাটহাজারীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ব্যারিস্টার হেলালকে জয়ী করলে তিনি হাটহাজারীর উন্নয়ন ও বেকার যুবকদের কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচন করবেন।”

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বিজয়ের লক্ষ্যে ধানের শীষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.