হাইকোর্টে রিটে চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ এক মাসের জন্য স্থগিত
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবার বিপরীতে বর্ধিত ট্যারিফ এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটির (বিএমএলএস) জনস্বার্থে দায়ের করা রিট আবেদনের (নম্বর: ১৬৯৩১/২০২৫) প্রাথমিক শুনানিতে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
শুনানিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদির রিট আবেদনের পক্ষে এবং বর্ধিত ট্যারিফ সূচির বিপক্ষে আদালতে বক্তব্য উপস্থাপন করেন।
ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদির জানান, বন্দরের নতুন ট্যারিফ সূচির মাধ্যমে পণ্য ও জাহাজের ওপর বিভিন্ন খাতে অস্বাভাবিক হারে ট্যারিফ বৃদ্ধি করা হয়েছে, যা বাণিজ্য ও শিপিং খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
শুনানি শেষে আদালত এক আদেশে বলেন,
“কেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের গত ১৪ সেপ্টেম্বর জারি করা এসআরও (নম্বর: ৩৬৪-আইন/২০২৫), যা একই তারিখে বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়, এবং ৩০ সেপ্টেম্বর প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা কর্তৃক বর্ধিত ট্যারিফ তফসিল বাস্তবায়নের সার্কুলার কেন আইনবিরুদ্ধ, বাতিলযোগ্য ও কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না— তা মর্মে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।”
একই সঙ্গে আদালত সংশ্লিষ্ট অংশীদারদের অন্তর্ভুক্ত করে একটি কমিটি গঠন করে ন্যায্য, যৌক্তিক ও বাস্তবসম্মত ট্যারিফ তফসিল প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন।
রুল নিষ্পত্তি সাপেক্ষে আদালত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা কর্তৃক বর্ধিত ট্যারিফ বাস্তবায়ন সংক্রান্ত ৩০ সেপ্টেম্বরের সার্কুলারের (নম্বর: ১৮.১৩.০০০০.৫৫১.৩১.০০৯.১৯/৪৭) কার্যকারিতা এক মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.