ধানের শীষে ভোট দিন, এলাকার উন্নয়নের দায়িত্ব আমার: ব্যারিস্টার মীর হেলাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং হাটহাজারী-বায়েজিদ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, “ধানের শীষে ভোট দিন, এলাকার উন্নয়নের দায়িত্ব আমার।”

শনিবার তিনি চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনের আওতাধীন বায়েজিদ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগ শুরুর আগে ব্যারিস্টার মীর হেলাল সুলতানুল আরেফিন হযরত বায়েজিদ বোস্তামী (রহ.)-এর মাজার জিয়ারত ও ফাতিহা পাঠ করেন। পরে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করে বিভিন্ন পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ ও গণসংযোগ চালান।

এ সময় তিনি বিএনপি ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং আগামি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশে ব্যারিস্টার মীর হেলাল বলেন,

“তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে থাকবে না ক্ষুধা-দারিদ্র্য, বেকারত্ব, সন্ত্রাস, অশিক্ষা, কুসংস্কার, অন্যায় ও দুর্নীতি। থাকবে সুখ-শান্তি ও ন্যায়ভিত্তিক মানবিক সমাজ। বিএনপির ৩১ দফায় আমরা সেই অঙ্গীকারই করেছি।”

তিনি আরও বলেন,

“আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। ধানের শীষে ভোট দিন—এলাকার উন্নয়নের দায়িত্ব আমার।”

গণসংযোগে উপস্থিত ছিলেন—বায়েজিদ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরী, মহানগর বিএনপি নেতা এস.এম. ফয়েজ আহমদ, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.