বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলিতে বাবলা নিহত: মামলা দায়ের, র্যাবের অভিযানে ৬ জন গ্রেফতার
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহর গণসংযোগে গুলিতে সরোয়ার হোসেন বাবলা নিহত হওয়ার ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার।
বৃহস্পতিবার সরোয়ারের বাবা আব্দুল কাদের বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় রায়হান ও ইমনসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাত আরও ১৫–১৬ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি জানান, ঘটনার পর থেকে আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
এদিকে, চট্টগ্রামের বায়েজিদে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে গুলি ও সরোয়ার বাবলা হত্যা, রাউজানে গোলাগুলি এবং বায়েজিদে অটোরিকশা চালক ইদ্রিস আলী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব-৭।
শুক্রবার দুপুরে নগরীর বহদ্দারহাটে নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ৫ থেকে ৬ নভেম্বরের মধ্যে চট্টগ্রাম নগরী ও রাউজানে তিনটি পৃথক গুলির ঘটনায় অন্তত নয়জন গুলিবিদ্ধ হন। মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে অভিযানে অংশ নিয়ে ছয়জনকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, এরশাদ উল্লাহকে গুলি ও সরোয়ার বাবলা হত্যার ঘটনায় আলাউদ্দিন ও হেলাল নামে দুইজনকে চান্দগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাউজানের গোলাগুলির ঘটনায় ইশতিয়াক, জনি ও জ্যাকি নামে তিনজন এবং বায়েজিদে ইদ্রিস গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজ নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাবের দাবি, এসব ঘটনার পেছনে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র সক্রিয় ছিল, যারা এলাকায় আধিপত্য বিস্তার ও নির্বাচনী সহিংসতার সঙ্গে যুক্ত।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.