টাইফয়েড থেকে শিশুদের সুরক্ষা: ইপিআই কর্মসূচি সফল করতে চট্টগ্রামে সাংবাদিকদের নিয়ে কনসালটেশন ওয়ার্কশপ

২৩

চট্টগ্রাম, ২৪ অক্টোবর ২০২৫:
টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষা দিতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সফল করার লক্ষ্যে চট্টগ্রামে সাংবাদিকদের নিয়ে বিভাগীয় কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হিরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. শেখ ফজলের রাব্বি, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ উদ্দিন, ইউনিসেফের প্রধান ফিল্ড অফিসার মাধুরী ব্যানার্জি এবং ন্যাশনাল ইপিআই বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ সরোয়ার আলম প্রমুখ।

বক্তারা বলেন, মরণঘাতি টাইফয়েড রোগ থেকে শিশুদের রক্ষা করতে সরকারের উদ্যোগে যে টিকা প্রদান করা হচ্ছে, তা সম্পূর্ণ নিরাপদ, কার্যকর এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তারা আরও বলেন, আন্তর্জাতিক মানের এই টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে প্রচার ও প্রসারে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা দেশের শিশুসুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.