বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে দেশের জনগনের প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করবে—- আমীর খসরু মাহামুদ চৌধুরী
চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের সার্টিফিকেট বিতরণ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেছেন, একটি দল রাজনৈতিক ভাবে পরাস্ত হয়ে দেশ ধংস করে পালিয়ে বিদেশের মাঠিতে তাদের কর্মী সমর্থকরা ডিম ছোড়ার মতো অপকর্ম ও ধ্বংসাত্মক কাজ করছে। এসব তাদের ভভিষ্যৎকে আরো অনিশ্চিত করবে।
বিএনপি ক্ষমতায় আসলে দেশে স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগ ও সংস্কার করবে উল্লেখ করে আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেন, বিদেশে গিয়ে চিকিৎসা বন্ধ করতে চিকিৎসক দের ভুমিকা রাখতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে দেশের জনগন কে প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করবে। এতে প্রত্যেক পরিবার মাসে অন্তত ৫ থেকে ১০ হাজার টাকা সাশ্রয় করতে পারবে।
বুধবার দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ইর্ন্টান চিকিৎসকদের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ১৪তম ব্যাচের ১১২ জন ইন্টার্ণ চিকিৎসক কে আমীর খসরু মাহামুদ চৌধুরী সার্টিফিকেট তুলেদেন।
হাসপাতাল ক্যাম্পাসে ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বিএনপি’র) স্থায়ী কমিটির সদস্য, প্রাক্তন বাণিজ্য মন্ত্রী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ও ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. এ কে এম আশরাফুল করিম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, কার্যনির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তানভীর, মো. সাইফুল আলম, ডা. মো. বেলায়েত হোসেন ঢালী, ডা. মোহাম্মদ সারোয়ার আলম, মোহাম্মদ আবুল হাশেম সহ অন্যরা।
প্রধান অতিথি আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ এর প্রতিষ্ঠালগ্ন থেকে আজকের এই অবস্থানে আসার পিছনে যাদের অবদান রয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের যাত্রায় তিনি সহযোগীতা করেছিলেন আজ তা পূরণ হয়েছে। সর্বোচ্চ মানদন্ড বজায় রেখে যোগ্যতা ও মেধার ভিত্তিতে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের দেখে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি এই মেডিকেল কলেজের উন্নয়নের জন্য প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এলামনাই এসোসিয়েশনের মাধ্যমে পারষ্পরিক সহযোগীতা করার পরামর্শ দেন।
তিনি দেশের স্বাস্থ্য সেবা ও চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য গবেষণামূলক কাজে অবদান রাখার জন্য চিকিৎসকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি দেশের প্রতিটি ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া ও সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভবিষ্যৎ পরিকল্পনা সবার সামনে তুলে ধরেন এবং তা বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পাশে তিনি অতীতের ন্যায় ভবিষ্যতেও পাশে থাকবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন প্রধান অতিথি আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রতিষ্ঠালগ্ন থেকে হাসপাতালের পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন চমাশিহা মেডিকেল কলেজের প্রাক্তন উপদেষ্টা, প্রাক্তন অধ্যক্ষ ও পরিচালক (ল্যাব মেডিসিন) প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী ডা. ফজল করিম বাবুল, ডোনার মেম্বার মো. হারুন ইউসুফ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়ুয়া, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. মো. আবু সৈয়দ চৌধুরী সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও চিকিৎসকবৃন্দ।
অনুষ্ঠানে ইন্টার্ন অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সৈয়দ জাহিদ হোসেইন চৌধুরী ও ডা. দিলশান আরা হাবিব এবং ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডা. অদিতি মজুমদার তুষ্টি, ডা. মিনহাজুল আবেদিন রবিন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইন্টার্ন চিকিৎসক ডা. লাবিবা ওয়াজিহা ও ডা. সুমাইয়া রহমান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.