পার্শ্ববর্তী দেশ আবারো দেশে অস্থিতিশীল পরিবেশ সৃস্টি করতে পারে, নির্বাচনের সময় মাঠে থাকবে ১লাখ সেনা সদস্য —-স্বরাষ্ট্র উপদেষ্টা

৪০

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পার্শ্ববর্তী দেশ আবারো উল্টাপাল্টা খবর দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃস্টি করতে পারে, এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এবার দুর্গা পূজা আরো উৎসব মূখর পরিবেশ অনুষ্ঠিত হবে উল্লেখ করেন এবং দুর্গাপূজাকে ধর্মীয় উৎস হিসেবে পবিত্রতা রক্ষার জন্য বার বার অনুরোধ জানান।
স্বরাস্ট্র উপদেষ্টা আজ বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তর, সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ- ছাত্রলীগের জটিকা মিছিলের ব্যাপারে বলেন, এদের গ্রেফতার করা হচ্ছে, ভবিষ্যতে যেন সহজে জামিন না পায় সেই চেষ্টাও করা হচ্ছে।
ফেব্রুয়ারিতে নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচনে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ সব বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও ভালো। প্রশিক্ষণ শুরু হয়ে গেছে, সদস্যসংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে মাঠে প্রায় ৩০ হাজার সেনা আছে, নির্বাচনের সময় তা এক লাখে উন্নীত করা হবে। প্রশাসন সহ নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার—সবাই মাঠে থাকবে।
শান্তিপূর্ণ দুর্গাপূজা অনুষ্ঠানের কথা বলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান, এজন্য এর পবিত্রতা রক্ষা করা জরুরি। অন্যান্য ধর্মের মানুষদেরও অনুরোধ, যাতে সহযোগিতা করে পূজার আয়োজন শান্তিপূর্ণভাবে হয় এবং ধর্মীয় পবিত্রতা রক্ষা পায়।
সারাদেশে ছাত্রলীগের মিছিল নিয়ে উপদেষ্টা বলেন, আজ ঢাকায় হয়েছে। ঢাকার কমিশনার ফোন করে জানিয়েছেন, আমি বলেছি এগুলো আইনের আওতায় আনতে। তারপরও তারা জামিন পেয়ে যায়। আমরা চেষ্টা করছি, যাতে তারা সহজে জামিন না পায়। নির্বাচনের সময় মিছিলের সংখ্যা বাড়বে, সবাই মাঠে নামবে। তবে ছোটখাটো এসব (ছাত্রলীগের) মিছিল আর হবে না।
গণমাধ্যমকর্মীদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা যদি সত্য ঘটনা প্রচার করেন, তবে গুজব ছড়ানোর সুযোগ কমে যাবে।
মিয়ানমার সীমান্ত পরিস্থিতি ও মাদক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমারের সেনারা এখন সীমান্ত এলাকায় নেই, পুরোটা আরাকান আর্মি দখল করেছে। তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে। আরাকান আর্মি মাদক নির্ভরশীল, প্রচুর মাদক আসে। এর পরিবর্তে আমাদের দেশ থেকে চাল, ডাল ঐষুধপত্র ও অন্যান্য জিনিসপত্র যায়। আমরা চেষ্ঠা করছি, যাতে এগুলো আর না যায় ।
রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ কোনো হুমকির মুখে নেই। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফেরত পাঠানো।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.