ঐতিহাসিক জশনে জুলুছে  এবার ৭০ থেকে ৮০ লক্ষ নবী প্রেমীর অংশ নেবেন বলে আশা আয়োজক কমিটির, নেতৃত্ব দেবেন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চট্টগ্রামে আনজুমান এ রহমানিয়া আহমদীয়া সুন্নীয়া ট্রাস্টের আয়োজিত ঐতিহাসিক জশনে জুলুছে মিলাদুন্নবী (সঃ) শোভাযাত্রায় এবারও ৭০ থেকে ৮০ লক্ষ নবী প্রেমীরা এ জুলুছে অংশ নেবেন বলে আয়োজক কমিটি আশা করছেন । ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
চট্টগ্রামের বলুয়ার দীঘি খানকা শরীফ থেকে আজ থেকে ৫৪ বছর আগে আওলাদে রাসূল হযরত পীর কেবলা হাফেজ তৈয়ব শাহর (রহঃ) নেতৃত্বে চট্টগ্রামে প্রথম জশনে জুলুছ বের করা হয়।


এবার হবে ৫৪ তম জশনে জুলুছ। ইতোমধ্যে জুলুছে অংশ নিতে বিভিন্ন অঞ্চল থেকে চট্টগ্রামের ষোলশহর জামেয়া আহম্মদিয়া ময়দানে লাখো নবীপ্রেমীর সমাবেশ ঘটেছে। শহরের সকল সড়ক-মহাসড়ক ও অলিগলিতে কলেমা খচিত পতাকায় এবং নানা রংএর বাতি দিয়ে সাজানো হয়েছে। মিলাদুন্নবী (সঃ)কে স্বাগত জানিয়ে নির্মাণ করা হয়েছে শত শত তোরণ।
এবারের জুলুছে নেতৃত্ব দেবেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশিন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম জি আ)। সাথে থাকবেন সাহেবজাদা হজরত সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (ম জি আ) ও সৈয়দ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ (ম জি আ)। এবার জুলুছে ড্রাম সেট আনা, নারীর অংশগ্রহণ ও খাবার নিক্ষেপ নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার বিকেলে ষোলশহর আলমগীর খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়ায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, রাসূল (সাঃ) এ ধরাপৃষ্ঠে শুভাগমনের পনেরশ’ বছর পূর্তি এবার। এই বছর আনজুমান ট্রাস্ট শতবর্ষ পূর্ণ করেছে। বিশ্বের বৃহত্তম মিলাদ শোভাযাত্রা হিসেবে আলোচিত এ জুলুছকে এখন চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের ধারক হিসেবেও গণ্য করা হয়। তাই এর শরিয়ত সম্মত ঐতিহ্য রক্ষা করাও আমাদের সবার দায়িত্ব।
তিনি জুলুছের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন ও নির্ধারিত স্বেচ্ছাসেবকদের দিকনির্দেশনা বিশেষ করে আনজুমান ট্রাস্ট ঘোষিত নিয়ম মেনে চলার উদাত্ত আহ্বান জানান।
সকাল আটটায় ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে জুলুছ বের করা হবে। এরপর বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেট, জিইসি ঘুরে জামেয়া মাদরাসার জুলুছ মাঠে শেষ করবে। সেখানে মাহফিল, জোহর নামাজ ও দেশ জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হবে।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, আনজুমান ট্রস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আলম মঞ্জু, মিডিয়া কমিটির আহ্বায়ক আমির হোসেন সোহেল, অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, তরজুমানের নির্বাহী সম্পাদক অভীক ওসমান, সাংবাদিক আবু তালেব বেলাল সহ অন্যরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.