দীর্ঘ ৩৪বছর পর চাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ২৮ আগস্ট

১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)র কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ২৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে । ২৮ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ।
উক্ত তফসিল ঘোষণা অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধিবৃন্দকে উপস্থিত থাকার জন্য চাকসু নির্বাচন কমিশনের সদস্য-সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। নিয়ম অনুযায়ী প্রতি শিক্ষাবর্ষে নির্বাচন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ছয়বার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি ।
দীর্ঘ ৩৪বছর পর চাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
চাকসু নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন অধ্যাপক ড. মনির উদ্দিন। সদস্য সচিব থাকবেন অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী। এছাড়া কমিশনের সদস্য হিসেবে রয়েছেন- ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার, শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক, ছাত্র-ছাত্রী পরামর্শ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ ও অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুমানা আক্তার, মেরিন সাইন্স ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব। কমিটির তত্ত্বাবধায়ক হিসেবে রয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.