চট্টগ্রামের বোয়ালখালীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ২টি দেশীয় পিস্তলসহ তিনজন সন্ত্রাসী গ্রেফতার

২৬

চট্টগ্রামের বোয়ালখালী থানার কধুরখীলে গোপন তথ্যের ভিত্তিতে এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুন এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২টি দেশীয় পিস্তল, ৩ টি দেশীয় অস্ত্র, ২ টি হ্যান্ড স্টিক ও ৩ টি মোবাইলসহ তিনজন সন্ত্রাসী ও ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে।
বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো: রাসেল প্রধান জানান, এসব সন্ত্রাসীরা বেশ কয়েকদিন ধরে উক্ত এলাকায় সাধারন মানুষকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিয়ে ভীত সন্ত্রস্ত করেছেলি। আটককৃতা হলেন মো: জাকির হোসেন, মো: আরমান হোসেন জিশান ও জুবাইদ হোসেন রাব্বি । তাদের বাড়ি বোয়ালখালীর কধুরখীল এলাকায়।
উদ্ধারকৃত অস্ত্রসহ আসামিদের পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.