প্রধান উপদেষ্টার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন: হালদা নদীর সফল ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর পেয়েছেন জাতীয় মৎস্য পদক

৪১

সোমবার (১৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করেছেন। এবারের মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য-‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’।  অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, মৎস্যচাষী, উদ্যোক্তা ও গবেষকরা অংশ নেন।
উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘পরিবেশবান্ধব চাষাবাদ ও তরুণ প্রজন্মের অংশগ্রহণে এ খাতকে সমৃদ্ধ করা সম্ভব। ’


অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এবার জাতীয় মৎস্য পুরস্কার বিজয়ীদের হাতে জাতীয় মৎস্য পদক-২০২৫ তুলে দেন।
এবার হালদা নদীর সফল ডিম সংগ্রহকারী চট্টগ্রামের হাটহাজারীর গড়দুয়ারার কামাল উদ্দিন সওদাগরকে জাতীয় মৎস্য পদক ২০২৫ দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টার হাত থেকে তিনি আজ এই পুরষ্কার গ্রহণ করেছেন ।
এদিকে জাতীয় মৎস্য পদক প্রাপ্তিতে হালদা রক্ষা কমিটির সভাপতি হালদা বিশেষজ্ঞ প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া হৃদয় উজাড় অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন,
প্রকৃতির অনন্য বিস্ময়, বিশ্বের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ডিম সংগ্রহকারী হিসেবে আপনার নিরলস পরিশ্রম, অদম্য সাহস এবং অসামান্য অবদানের জন্য জাতীয় মৎস্য পদক-২০২৫ প্রাপ্তিতে আমরা আনন্দে আত্মহারা!
এই সম্মাননা শুধু আপনার ব্যক্তিগত অর্জন নয়, সমস্ত হালদা পাড়ের ডিম সংগ্রহকারী ভাইদের ঐকান্তিক প্রচেষ্টা, অপরিসীম ধৈর্য এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য নিবেদিত প্রাণ এই সম্প্রদায়ের সম্মিলিত বিজয়ের স্বীকৃতি। মা মাছের অমূল্য রেনু (ডিম) সংগ্রহ করতে গিয়ে আপনারা যে প্রতিকূলতা, ঝুঁকি এবং কষ্ট সহ্য করেন, তা সত্যিই অতুলনীয়। এই পদক সেই অকথিত ত্যাগ ও শ্রমেরই মর্যাদাপূর্ণ প্রাপ্য।
আপনার হাত ধরে সংগৃহীত হালদার রুই জাতীয় মাছের রেণু দেশের বিভিন্ন প্রান্তের পুকুর-খামারে ছড়িয়ে পড়ে, যা আমাদের দেশের মৎস্য সম্পদের ভাণ্ডারকে সমৃদ্ধ করছে এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হালদার এই প্রাকৃতিক প্রক্রিয়া রক্ষা ও টিকিয়ে রাখায় আপনার ভূমিকা জাতীয় সম্পদ রক্ষার সমতুল্য।
আপনার এই বিরল সাফল্য সকল ডিম সংগ্রহকারী ভাইদের জন্য অনুপ্রেরণার উৎস। আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং অব্যাহত সাফল্য কামনা করি। আল্লাহ্ আপনাকে আরও শক্তি, সাহস ও সুস্থতা দিন যেন আপনি হালদা নদীর সেবা ও দেশের মৎস্য সম্পদ রক্ষায় এগিয়ে যেতে পারেন। আপনাকে আবারও অকৃত্রিম অভিনন্দন ও শুভেচ্ছা!

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.