এনসিপি চট্টগ্রাম মহানরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ: চাঁদা চাওয়ার ভিডিও ভাইরাল

১৬

সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে ৫ লাখ ও ১০ লাখ টাকা চাঁদা চাওয়ার ভিডিও ভাইরালের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটি। নোটিশে বলা হয়েছে, গত ১০ আগস্ট বিভিন্ন সোস্যাল মিডিয়ায় আপনার একটি অডিও এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটিন নজরে এসেছে। এমতাবস্থায় দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবেনা তার বিষয়ে প্রধান যুগ্মসমন্বয়কারী এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির মীর আরশাদুল হকের বরাবর ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্য প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।


গতকাল রোববার সন্ধ্যার দিকে এক ব্যক্তির সঙ্গে বন্দর কেন্দ্রিক আন্দোলন বন্ধে এনসিপি যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে ৫লাখ টাকা / ১০লাখ টাকা চাওয়ার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে এনসিপির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের প্রশ্নের উত্তরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক সমন্বয়ক আফতাব বলেন- ‘পাঁচ’। এরপর নিজাম উদ্দিনকে বলতে শোনা যায়, আরও বেশি নিতা প্রেশার দাও, তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না, নিতে পারলে ওদেরকে আমি এনে, রোহান, মীরদেরকে কিছু দিয়ে দিবো। এই আফতাব হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক সমন্বয়ক ।
ফেসবুকে ভিডিওটি আপলোড করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম। তিনি লিখেছেন, ‘সাইফ পাওয়ারটেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন, এটা শুধু দুর্নীতিই নয়, এটি ছাত্র- জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। ’
এর আগে গত ৫ জুলাই নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে একটি অভিযোগদেন এক নারী। চিঠিতে ওই নারী উল্লেখ করেন, দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন নিজাম উদ্দিন। নিজাম তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.