‘শিল্পপণ্য পরিবহণে ডাকাতি, ছিনতাই ঘটনা শুণ্যের কোটায় নিয়ে আসা হবে’

৫৫৯

শিল্পপণ্য পরিবহণে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা শুণ্যের কোটায় নিয়ে আসার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এডিশনাল আইজি মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি শ্রমিক অসন্তোষ বন্ধে বেতন-ভাতা পরিশোধ সহ শ্রমিকদের স্বার্থ দেখার জন্য শিল্পমালিকদের প্রতি আহবান জানান।

বৃহস্পতিবার (১০ জুন) চট্টগ্রামের শিল্প কারখানার আইনশৃংখলা রক্ষার্থে মালিক-শ্রমিক, বিজিএমইএ, চেম্বার সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে বিজিএমইএ ভবনে আয়োজিত সভায় চট্টগ্রামের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, চট্টগ্রাম চেম্বারের সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভির, বিজিএমইএর সহ সভাপতি রাকিবুল আলম চৌধুরী বক্তব্য রাখেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.