চট্টগ্রামে শিবিরের বিরুদ্ধে ছাত্র দলের সমাবেশ- মিছিল
সেমাবার মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নিয়ে ছাত্র শিবির কর্তৃক মব সৃষ্টি ও ছাত্রদল নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলার অভিযোগ এনে এবং চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ ছাত্রাবাস থেকে অস্ত্র উদ্ধার ও দায়িত্ব অবহেলার কারণে চকবাজার থানা ওসি’র প্রত্যাহারের দাবিতে সমাবেশে ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
শহরের কাতালগঞ্জ বৌদ্ধমন্দিরের সম্মুখে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাইফুল আলম, সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন, যুগ্ম আহবায়ক এইচ এম এম আসিফ চৌধুরী লিমন, তারিকুল ইসলাম তানভীর, মো. সামিয়াত আমিন চৌধুরী জিসান, জিএম সালাহ উদ্দিন কাদের আসাদ, মো. আরিফুর রহমান আরিফ, জহির উদ্দীন বাবর, মোহাম্মদ আরিফুর রহমান মিঠু, শহিদুল ইসলাম সুমন, মো. সাব্বির আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন শাকিল সহ অন্যরা। পরে শিবিরের বিরুদ্ধে নানা শ্লোগান দিয়ে বিশাল বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.