জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে  আলোচনা সভা ও দোয়া মাহফিল

 

১৬ জুলাই ২০২৫ বুধবার চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

আলোচনা সভায় জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ তাদের অনুভূতি এবং প্রত্যাশা ব্যক্ত করেন। বক্তব্য প্রদানকালে উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ এবং আহত ব্যক্তিদের পরিবার যেন সরকারি সুবিধা এবং প্রয়োজনীয় চিকিৎসা লাভ করেন তার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। জুলাই অভ্যুত্থানের উপর ভিত্তি করে নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি সকলের ঐক্যমত্য প্রত্যাশা করেন।

সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন, পুলিশ কমিশনার হাসিব আজিজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, জেলা প্রশাসক ফরিদা খানম এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.