আগামীকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে “জুলাইয়ের গান এবং ড্রোন শো” রাতে সমন্বয় সভা

১৩

আগামীকাল ১৬ জুলাই বুধবার চট্টগ্রাম জেলা (সাবেক এম এ আজিজ) স্টেডিয়ামে অনুষ্ঠিত জুলাইয়ের গান এবং ড্রোন শো” ।
“জুলাইয়ের গান এবং ড্রোন শো” বাস্তবায়নের লক্ষে মঙ্গলবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়োর ফারুকী।

 


তিনি বলেন, সবার জন্য উন্মুক্ত এই আয়োজনের মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনাকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছানো হবে এবং ড্রোন শো এর মাধ্যমে ডিসপ্লে করা হবে। এতে গান পরিবেশন করবেন পারশা, এলিটা করিম, শিরোনামহীনসহ বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ড।
ইতোমধ্যে এই উপলক্ষে সেনা, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে সম্মিলিত নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন, পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানম সহ সরকারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.