পটিয়ায় স্বেচ্ছাসেবক লীগনেতা শামশেদ হিরুর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ার শোভন্দণ্ডী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড মেম্বার ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগনেতা শামশেদ হিরুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে রশিদাবাদ গ্রামের নিজ বাড়ী থেকে থেকে লাশটি উদ্ধার করা হয়। শামশেদ হিরু স্থানীয় রশিদাবাদ গ্রামের বক্স আলী ফকির বাড়ির মৃত মো. শুক্কুর মেম্বারের পুত্র। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এলাকাবাসী জানায়, শামশেদ হিরুর বিরুদ্ধে জুলাই বিপ্লবের ঘটনায় থানায় মামলা থাকায় রাতে পার্শ্ববর্তী একটি বাড়ীতে থাকতো। শুক্রবার সকালে ডাকতে গিয়ে সাড়া শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দিয়ে দেখেন- হিরুর ঝুলন্ত দেহ। তার বুকে রক্তের দাগ পাওয়া যায়।
পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে পুলিশ জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.