ফটিকছড়িতে বিএনপির দুই গ্রুপে মারামারি, নিহত ১

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির দুই গ্রুপের মারামারিতে ছুরিকাঘাতে মো. রমজান আলী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত রমজান শান্তিরহাট বাজারের পাশে পূর্বতারা গ্রামের বাসিন্দা।
এদিকে ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মূল ব্যক্তিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, মারামারিতে রমজান ও আহমদ ছফা এবং তাদের সঙ্গে আরও লোকজন একপক্ষে ছিল। তাদের প্রতিপক্ষ ছিল স্থানীয় হাসান গ্রুপের লোকজন।

তাদের মধ্যে একটি মোটর সাইকেল নিয়ে আগে থেকে বিরোধ চলছিল। এর জেরে রমজান ও আহমদ ছফা বাজারে গেলে হাসান গ্রুপের লোকজন তাদের ঘিরে ফেলে। এ সময় উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। রমজান ও ছফা মিলে হাসানকে মেরে জখম করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.