খেলার সময় ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় খেলার সময় ভবনের ছাদ থেকে পড়ে রঞ্জন সরকার নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে নগরীর বন্দর থানার দুই নম্বর মাইলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পটুয়াখালীর গলাচিপা থানার চরবিশ্বাস গ্রামের বাবলু সরকারের ছেলে। নগরীর দুই নম্বর মাইলের মাথা এলাকার আজিজ ভবনে তারা ভাড়া থাকতেন।
সিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, শিশুটি খেলার সময় অসাবধানতা বশত পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে যায়। ভবনের নিচে থাকা সীমানা প্রাচীরের রডের ওপর পড়ে শিশুটি আটকে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা রড কেটে শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.