সিএমপির অভিযানে গ্রেপ্তার আরও ৩৩

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বিশেষ অভিযানে নগরের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আরও ৩৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে ১২ ও ১৩ বছর বয়সী দুই শিশু।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— মো. সাকিব (১২), রাকিব (১৩), মো. হাসান মুরাদ (৪২), উমর ফারুক (৪৫), জসিম উদ্দিন (৫২), সাজ্জাদ হোসেন রিফাত (২৫), গোলজার হোসেন (৫৮), আনোয়ার হোসেন (৪৫), আবদুল আজিজ (৪৭), মহসীন উদ্দিন টুকু (২৫), সালমান হাসান শাওন (৩০), শাহিন কবির (২৭), জাওয়াদুল করিম খাঁন (২০), শাহিন কবির (২৭), বেলাল হোসেন (৪০), ইব্রাহিম (৩৪), সোহাগ (৩৮), মো. নয়ন (১৯), জাহিদুল ইসলাম (১৮), নাজিম উদ্দিন (৩০), রাব্বি (১৯), আবুল কাশেম (৪০), রবিউল হাসান, মো. আজাদ (২২), রাজু (৩০), বাবলু (৩২), নুরুল আবছার (৪৪), বিক্রম মিত্র (৪৫), জানে আলম (৩৮), বিশ্বজিৎ নাথ (৫৩), সুমন (৩২), ফয়সাল (৩৪) ও মো. আরমান (৩৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ৪ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.