চমেকের চিকিৎসকদের চলমান কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সপ্তাহব্যাপী চলমান কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে চমেকের শিক্ষার্থীরাও ক্লাস বর্জনের কর্মসূচি প্রত্যাহার করেছেন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বলেন, বিএমডিসির নিবন্ধন ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারেন না। এ বিষয়ে মন্ত্রণালয় বিএমডিসিকে দায়িত্ব দিয়েছে।
ইন্টার্ন ডা. আহমদ হাসনাইন বলেন, শিক্ষকদের আশ্বাসের প্রেক্ষিতে আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি।
এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্যদের চিকিৎসকের স্বীকৃতি না দেওয়াসহ পাঁচ দফা দাবিতে ২৩ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছিলেন ইন্টার্ন চিকিৎসকরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.