মীরসরাইয়ে ঝোপের ভিতর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মীরসরাইয়ে ঝোপের ভেতর থেকে সবুরা খাতুন (৭২) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া গ্রামের চেয়ারম্যান বাংলো এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সবুরা খাতুন উপজেলার পূর্ব খৈয়াছড়া গ্রামের মৃত মাওলা বক্সের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকাল ৪টার পর থেকে সবুরা খাতুনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে এলাকাবাসী সারারাত খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মিলছিল না। সকালে পাহাড়ি জঙ্গলের মধ্যে পাতা দিয়ে ঢাকা এক লাশ পড়ে থাকতে দেখে স্থানীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।

বৃদ্ধার ছেলে মো. ওবায়দুল হক জানান, তার মা বেশ কয়েক বছর ধরে পূর্ব খৈয়াছড়া এলাকায় তার ছোট বোন নাছিমা আক্তারের বাড়িতে থাকতেন। নাছিমার স্বামী মোবারক হোসেন মাদকাসক্ত ছিলেন এবং তার জন্য একাধিকবার গ্রামের লোকজন তাকে বিতাড়িত করেছিল। তবে দুই মাস আগে তার ছেলেদের অনুরোধে মোবারক আবার সেই এলাকায় ফিরে আসেন। এলাকায় ফিরে আসার পর সে আবারও মাদকাসক্ত হয়ে পড়েন। এ কারণে তার মায়ের সাথে মোবারকের প্রায় ঝগড়া হতো।

তার অভিযোগ, শুক্রবার বিকেলে মোবারক তার মাকে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করেছে এবং পরে লাশটি পাশের ঝোপে ফেলে যায়। হত্যার পর মোবারক সবুরার কানে ও গলায় থাকা সোনার গহনা নিয়ে যায়। রাত ১০টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে প্রতিবেশীদের ফোনে হত্যার বিষয়টি জানানো হয় এবং আরও লোকজনকে হত্যা করার হুমকি দেওয়া হয়।

মীরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। গলায় দড়ি প্যাঁচিয়ে ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। এ ঘটনায় নিহত পরিবারের লোকজন থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.