রমজানে চাঁদাবাজি-ছিনতাই প্রতিরোধে বিশেষ কন্ট্রোলরুম চালু সিএমপির
পবিত্র রমজান মাসে চাঁদাবাজি এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্পেশাল কন্ট্রোল রুম চালু করেছে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)। এ জন্য সিএমপির পক্ষ থেকে তিনটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। যার মাধ্যমে কল করে নেওয়া যাবে ইমারজেন্সি সাপোর্ট।
স্পেশাল কন্ট্রোল রুমের নম্বরগুলো হলো—জাতীয় জরুরি সেবা- 999, স্পেশাল কন্ট্রোল হটলাইন-01320-057998 ও 01320-054384 (শুধুমাত্র রমজান মাসের জন্য প্রযোজ্য)।
গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে দামপাড়া পুলিশ লাইন মাল্টিপারপাস শেডে রমজান উপলক্ষ্যে বিভিন্ন ব্যবসায় সংগঠন ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে সিএমপির সমম্বয় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় সিএমপি কমিশনার হাসিব আজিজ জানিয়েছেন, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কুইক/ইমারজেন্সি সাপোর্ট করার জন্য একটি স্পেশাল কন্ট্রোল রুম স্থাপন করা হব। প্রথম রোজা থেকে এর কার্যক্রম শুরু হবে।
সিএমপি কমিশনার হোন্ডা মোবাইল পার্টিকে আরও বেশি সক্রিয় হওয়া পরামর্শসহ অপরাধপ্রবণ এলাকায এবং সুপারমার্কেট বা শপিংমলের সামনে যৌথবাহিনীর টহল জোরদার করার কথা বলেন। ব্যাংক থেকে বড় অংকের টাকা নেয়ার সময় কেউ চাইলে মানি স্কট দেয়া হবে বলেও জানান।
এছাড়া বেপজা, গার্মেন্টস ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে যথাসময়ে তাদের কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধ করার জন্য অনুরোধ করেন তিনি।
এ সময় বিভিন্ন ব্যবসায় সংগঠন ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ ছাড়াও সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. আসফিকুজ্জামান আকতার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) মো. হুমায়ুন কবিরসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.