মোমিন রোডের শরিফ স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা

সয়াবিন তেলের মজুদ ও বাড়তি দামে বিক্রির অভিযোগ

সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও বাড়তি দামে বিক্রিসহ নানা অভিযোগে দুই মুদির দোকানকে জরিমানা করা হয়েছে। আজ রোববার সকালে নগরীর চেরাগী পাহাড় মোমিন রোড এলাকায় এই অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তাধিকার চট্টগ্রাম।

অভিযান সূত্রে জানা যায়, দোকানে যথাযথভাবে তেলের বোতন প্রদর্শন না করে গোপন গুদামে প্রচুর তেলের সংরক্ষণ করার অভিযোগে এবং সঠিক ক্রয় ভাউচার দেখাতে না পরায় “শরীফ স্টোর”কে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে গায়ে লিখিত মূল্যে উপস্থিত ভোক্তাদের কাছে বেশ কয়েকটি তেলের বোতল বিক্রি করে ভোক্তাধিকারের কর্মকর্তারা। এছাড়া তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করতে মূল্য তালিকা মুছে দিয়ে বাড়তি দামে বিক্রি করার অপরাধে “স্বপন এন্টারপ্রাইজকে” ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উক্ত দোকানে কোন সয়াবিন তেলের বোতল দেখা না গেলেও পাশের ঐ দোকান মালিকের বাসায় প্রচুর তেলের বোতল পাওয়া যায়।

এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তাধিকার চট্টগ্রামের উপ পরিচালক ফয়েজ উল্লাহ । তিনি বলেন, তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ঐ দোকানে (শরীফ স্টোরে) অস্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য সামগ্রী সংরক্ষণ করা হয়েছে। অনেকে অজান্তে খাবারে ব্যবহার করছে। যা স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। আমরা তাদেরকে সতর্ক করেছি ভবিষ্যতের জন্য। ভোক্তাদের কোন অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন। অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করবো।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.