পাঁচলাইশে গৃহকর্তাকে জিম্মি করে ডাকাতির ঘটনা, গ্রেপ্তার ২

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশে একটি ভবনে গৃহকর্তাকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর ২টার মধ্যে পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের পাশের ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, বায়েজিদ ও আকাশ। তারা দুজনই ওই বাসায় কাজ করতেন বলে জানা গেছে।

ভবন মালিক লোকমান দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী আবুল খায়েরের মেয়ের জামাতা। তিনি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। ডাকাতিতে অংশ নেওয়া এক যুবক ওই ভবনে আগে গৃহকর্মীর কাজ করতেন। পূর্বপরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে তারা ওই ভবনে প্রবেশ করেন। একপর্যায়ে চিৎকার-চেচামেচি শুনে স্থানীয়রা ১২টার পরে ৯৯৯-এ ফোন করে বাসার বাইরে রক্ত দেখা গেছে ও শোরগোলের ঘটনা জানান। এরই মধ্যে তিন ডাকাত পালানোর সময় একজনকে ধওে স্থানীয় পুলিশে সোপর্দ করেন। এরপর বেলা পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পর্যায়ক্রমে পুলিশ ও র‌্যাব সদস্য ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। দুপুর সোয়া দুটার দিকে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ভবনের ভেতরে প্রবেশ করে পাঁচ মিনিট ধরে অভিযান চালিয়ে আরও এক ডাকাতকে আটক এবং জিম্মিদশা থেকে লোকমান হাকিমকে উদ্ধার করে।

পুলিশ কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, ‘ঘটনার পর থেকে আমরা এখন পযর্šÍ দুজনকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় কেউ মারা যাননি। তবে একজন আহত হয়েছেন। তিনি ডাকাতির কবলে পড়া বাড়ির মালিক।

পুলিশ কমিশনার বলেন, যা বুঝতে পারছি— ডাকাতির উদ্দেশেই তারা বাসায় প্রবেশ করেছে। আমাদের অভিযান অব্যাহত আছে। দেখি আরো কিছু পাওয়া যায় কিনা। যারা ডাকাতির জন্য বাসায় প্রবেশ করেছে তারা এখানেই (বাসায়) কাজ করতো।

তিনি বলেন, ‘ডাকাতদের একজন ভিকটিমকে বাথরুমে বন্দি করে রাখে। তখন ভিকটিমকে উদ্ধার এবং চক্রের সদস্যকে গ্রেপ্তার করার জন্য সাউন্ড গ্রেনেড ছোঁড়া হয় বলে জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.