অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে : নোমান

অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন,  সংস্কারের নামে সময়ক্ষেপণ করে নির্বাচন প্রলম্বিত করা ঠিক হবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচিত সরকারই সবক্ষেত্রেই সংস্কার করবে। অতি জরুরি সংস্কার দ্রুত শেষ করে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। নির্বাচন বিলম্বিত হলে পরাজিত শক্তি প্রতিবেশি দেশের সহযোগিতায় নতুন করে ষড়যন্ত্রের বিস্তার ঘটাবে।

আজ রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর ষোলশহরে বিপ্লব উদ্যান চত্বরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। নগরীর ডবলমুরিং-হালিশহর-খুলশী এলাকার বিএনপি ও সহযোগী বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহিদ জিয়া ছিলেন একাধারে স্বাধীনতার ঘোষক, শতাব্দীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক ও একজন সফল রাজনীতিবিদ। স্বাধীনতার প্রেক্ষাপট থেকে শুরু করে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার যেসব ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান চরমভাবে ব্যর্থ হয়েছিলেন, সেসব ক্ষেত্রে শহিদ জিয়া ছিলেন সবচেয়ে বেশি সফল একজন মানুষ।’

‘১৯৭১ সালে আওয়ামী লীগের রাজনৈতিক ব্যর্থতা ও নেতৃত্বশূন্যতার কারণে শহিদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে সঠিক দিক নির্দেশনা দিয়েছিলেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে বসে থাকেননি। তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এই বিপ্লব উদ্যান মুক্তিযুদ্ধে শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত স্থান। এখানে বসেই তিনি মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন এবং এখান থেকেই বিদ্রোহ শুরু করেছিলেন।’

সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেন, ‘শহিদ জিয়া একদলীয় বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না করলে আওয়ামীলীগের পুনঃজন্ম হতো না। শহিদ জিয়া ১৯ দফা কর্মসূচি প্রণয়নের মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে সংগ্রাম করেছেন।’

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদ উল আলম চৌধুরী রাসেলের সভাপতিত্বে ও তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সভায় তরুণ রাজনীতিক ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান তূর্য্য, চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, নগর বিএনপি নেতা সাবেক কাউন্সিলর শামসুল আলম, এম এ সবুর, নুরুল আমিন, জসীম উদ্দীন জিয়া, শেখ নুরুল্লাহ বাহার ও জেলী চৌধুরী ও স ম জামাল বক্তব্য রাখেন।

একই সভায় সাঈদ আল নোমানের পৃষ্টপোষকতায় ১৫৯ জন শিক্ষার্থীদের মাঝে ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম শিক্ষাবৃত্তি-২০২৫’র নগদ টাকা ও সনদ বিতরণ করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.