টিসিজেএ সদস্য টিপুর মা রেনু দাশের পরলোক গমন
ইনডিপেনডেন্ট টেলিভিশন চট্টগ্রাম অফিসের সাবেক ভিডিও জার্নালিস্টস ও টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনচট্টগ্রাম -টিসিজেএ’র সদস্য তারাচরণ দাশ গুপ্ত টিপুর মমতাময় মাতা রেনু দাশ গুপ্ত পরলোক গমন করেছেন। চট্টগ্রাম নগরীর বলুয়ার দীঘির শ্রী শ্রী অভয়মিত্র মহাশ্মশানে আনুষ্ঠানিকতা শেষে দাহ সম্পন্ন করে বিকালে সমাহিত করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বাসায় অসুস্থ হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৬ পুত্র এবং ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাংবাদিক তারাচরণ দাশ গুপ্ত টিপুর মমতাময়ী মাতা রেনু দাশ গুপ্তের মৃত্যুতে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের সভাপতি শফিক আহমেদ সাজীব, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরী সহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.