হালিশহর থেকে ফেন্সিডিল-গাঁজাসহ যুবক গ্রেপ্তার
নগরীর হালিশহরে একটি ভবনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন সজীব (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ৩৫ বোতল ফেন্সিডিল ও ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার হালিশহর থানাধীন রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকার বিলকিস হাউজ বিল্ডিংয়ে অভিযান চালিয়ে এসব মাদকসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাজ্জাদ একই এলাকার মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে।
র্যাব-৭ এর ভারপ্রাপ্ত সহকারি পরিচালক ( মিডিয়া) মো. সাদমান সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কতিপয় মাদক ব্যবসায়ী রমনা আবাসিক এলাকার একটি ভবনে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় ওই ভবনের একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে শপিং ব্যাগের মধ্যে থাকা ৬টি প্লাষ্টিকের বস্তার ভিতরে বিশেষ কৌশলে রাখা ৩৫ বোতল ফেন্সিডিল এবং ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামী সাজ্জাদ ও উদ্ধার করা মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.