অশুভ শক্তি রুখতে প্রস্তুত থাকতে হবে : নোমান
যেকোনও অশুভ শক্তি রুখতে প্রস্তুত থাকতে হবে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, চট্টগ্রাম মহানগর বিএনপি সাংগঠনিক শক্তিতে বলিয়ান। দলের ভিতরে ও বাইরে ষড়যন্ত্র হচ্ছে। কালচারাল রেভুল্যুশন ঘটাতে হবে। সাংগঠনিক শক্তিকে বুকে ধারণ করতে হবে।
আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জীবনের সব কর্মকাণ্ড জনকল্যাণে ব্যয় করেছেন জানিয়ে সাবেক মন্ত্রী নোমান বলেন, গণতন্ত্র না থাকলে সকল কার্যক্রম অর্থহীন হয়ে পড়বে। আমরা পথ দেখাবো, সেই পথে নিজে হাঁটবো না, সেটা হবে না। কথা ও কাজে মিল থাকতে হবে।
উদ্বোধনী বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান বলেন, মহানগর বিএনপি পুনর্গঠন করার জন্য এই সাংগঠনিক সভা। তৃণমূল থেক ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ে সম্মেলন করার পর মহানগর সম্মেলন করা হবে। আমাদের তৃণমূল থেকে বিএনপিকে পুনর্গঠন করা হচ্ছে। তৃণমূল থেকে সম্মেলনের মাধ্যমে সারাদেশে কমিটি গঠন করা হবে। দীর্ঘদিন গণতন্ত্রের কথা বলেছেন দেশনায়ক তারেক রহমান, তারই ধারাবাহিকভাবে সম্মেলনের মাধ্যমে কমিটি হবে।
তিনি আরও বলেন, দেশ ও দেশের বাইরে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সেইসঙ্গে জাতীয় ঐক্য নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। স্বাধীনতা একক পরিবার দাবি করেছিল, জনগণ সেটা গ্রহণ করেনি। তেমনিভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন একটি পক্ষের ছিল বলে দাবি করেছে। সেটা জনগণ মেনে নিবে না। আন্দোলনের দাবিদার বিএনপি এককভাবে হতে চায় না, সারাদেশের ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোও যুক্ত ছিল।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিমুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, বিএনপির নির্বাহী কমিটির শামসুল আলম ও চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.